1.মাইক্রোকন্ট্রোলার এবং এমবেডেড সিস্টেম
একটি সিস্টেম এ কি থাকে?
ইনপুট, প্রসেস এবং আউটপুট।
মানবদেহ হল একটি জটিল ও ইনটেলিজেন্ট সিস্টেম এর সবচেয়ে মানানসই উদাহরণ। আমরা প্রধানত চোখ, কান, ত্বক দিয়ে ইনপুট নেই। ব্রেইন দিয়ে প্রসেস করি। আর হাত, পা, মুখ দিয়ে আউটপুট দেই।
কিন্তু এর সাথে ইলেকট্রনিক্স বা প্রযুক্তির সম্পর্ক কি?
ইনপুট, প্রসেস এবং আউটপুট।
মানবদেহ হল একটি জটিল ও ইনটেলিজেন্ট সিস্টেম এর সবচেয়ে মানানসই উদাহরণ। আমরা প্রধানত চোখ, কান, ত্বক দিয়ে ইনপুট নেই। ব্রেইন দিয়ে প্রসেস করি। আর হাত, পা, মুখ দিয়ে আউটপুট দেই।
কিন্তু এর সাথে ইলেকট্রনিক্স বা প্রযুক্তির সম্পর্ক কি?
প্রযুক্তি জগতে সিস্টেম শব্দটি অহরহ ব্যবহার করা হয়। আধুনিক প্রযুক্তি যে সিস্টেম ছাড়া অচল সেটা হল এমবেডেড সিস্টেম।
এমবেডেড সিস্টেম হচ্ছে প্রায়োগিক ইলেকট্রনিক্স এর নবীন সংযোজন। এর আবির্ভাবের পূর্বে ইলেকট্রনিক্স সিস্টেম বা ইলেকট্রনিক্স সার্কিট কে ইনটেলিজেন্স বা বুদ্ধিমত্তা দেওয়া খুব কঠিন কাজ ছিল।
এটি এমন একটি ইনটেলিজেন্ট ইলেকট্রনিক্স সিস্টেম যা ইনপুট নিতে পারে, প্রসেস করতে পারে, আউটপুট দিতে পারে এবং প্রয়োজনে তথ্য সংরক্ষণ করতে পারে। Embedded System হল মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক ইলেকট্রনিক্স সিস্টেম যা ডেডিকেটেড কাজে নিয়োজিত থাকে। আমাদের চারদিকে এমবেডেড সিস্টেমএর অসংখ্য উদাহরণ ছড়িয়ে আছে। মাইক্রোওয়েভ ওভেন, ডিজিটাল ঘড়ি থেকে শুরু করে মোবাইল ফোন, ক্যামেরা, প্রিন্টার, ফটোকপি মেশিন, এ টি এম মেশিন, রোবট সবই Embedded System। এক কথায় বর্তমানে Embedded System ছাড়া যে কোন ইলেকট্রনিক্স বা মেকাট্রনিক্স যন্ত্র পাওয়া দুর্লভ।
এটি এমন একটি ইনটেলিজেন্ট ইলেকট্রনিক্স সিস্টেম যা ইনপুট নিতে পারে, প্রসেস করতে পারে, আউটপুট দিতে পারে এবং প্রয়োজনে তথ্য সংরক্ষণ করতে পারে। Embedded System হল মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক ইলেকট্রনিক্স সিস্টেম যা ডেডিকেটেড কাজে নিয়োজিত থাকে। আমাদের চারদিকে এমবেডেড সিস্টেমএর অসংখ্য উদাহরণ ছড়িয়ে আছে। মাইক্রোওয়েভ ওভেন, ডিজিটাল ঘড়ি থেকে শুরু করে মোবাইল ফোন, ক্যামেরা, প্রিন্টার, ফটোকপি মেশিন, এ টি এম মেশিন, রোবট সবই Embedded System। এক কথায় বর্তমানে Embedded System ছাড়া যে কোন ইলেকট্রনিক্স বা মেকাট্রনিক্স যন্ত্র পাওয়া দুর্লভ।
উদাহরণ হিসেবে নিচের চিত্রটিতে একটি ADSL মডেম দেখতে পাচ্ছেন। ছবিটি বড় করলে দেখতে পাবেন 4 নাম্বার কম্পোনেন্ট টি মডেম নিয়ন্ত্রণের মূল চালক যাকে আমরা মাইক্রোকন্ট্রোলার বলে থাকি। এবং 6 নাম্বার টি র্যাম ও 7 নাম্বার টি ফ্ল্যাশ মেমোরি, যা কিনা পরিপূর্ণ ভাবে এমবেডেড সিস্টেমের প্রকৃষ্ট উদাহরণ।
এমবেডেড সিস্টেম এর প্রধান উপাদান হচ্ছে মাইক্রোকন্ট্রোলার যা হল একটি সিঙ্গেল চিপ কম্পিউটার। অর্থাৎ একটি ইনটিগ্রেটেড সার্কিট বা আইসি (IC)এর ভিতরে প্রসেসর, মেমোরি, ইনপুট পোর্ট, আউটপুট পোর্ট, টাইমার ইত্যাদি থাকে।
মাইক্রোকন্ট্রোলার বিভিন্ন কোম্পানি তৈরি করে যেমন ইন্টেল, টেক্সাস ইনস্ট্রুমেন্টস, মাইক্রোচিপ, এটমেল, ফুজিতসু, ফ্রীস্কেল ইত্যাদি। তবে প্রয়োজনীয় ডেভেলপমেন্ট টুলস এবং সফটওয়্যার এর সহজলভ্যতার কারনে বাংলাদেশে এটমেল (Atmel) এর এভিআর/এটমেগা (AVR/ATmega) সিরিজ এবং মাইক্রোচিপ(Microchip) এর পিআইসি(পিক - PIC) মাইক্রোকন্ট্রোলার বেশী জনপ্রিয়। (চলবে)
Caesars welcomes two new customers into the - JTHub
ReplyDeleteCaesars Entertainment 나주 출장마사지 Inc. (CZR) recently 안성 출장안마 announced the 군포 출장안마 opening of 김해 출장안마 its casino resort, the Caesars 화성 출장샵 Palace in Las Vegas. The Caesars