আপনি কি বাংলা টাইপ করতে পারেন না তাহলে এবার টাইপ করুন গুগল বাংলা ট্রান্সলেটের দিয়ে খুব সহজ, দ্রুত এবং ইউনি কোডে!!!

আপনিতো অবশ্যই গুগল বাংলা ট্রান্সলেটের কথা জানেন Google Translate অনেক আগেই বাংলা কে যোগ করেছে। আপনি এর মাধ্যমে প্রায় ৫০টিরও বেশী ভাষাকে বাংলায় অথবা বাংলাকে ৫০টিরও বেশী ভাষায় রূপান্তর করতে পারবেন।শুধু বাংলা অনুবাদ না আপনি ইংলিশ শব্দের উচ্চারণ ও শুনতে পারবেন (শব্দের উচ্চারণ শোনার জন্য বক্সের নিচে ডান পাশে audio icon ক্লিক করুন ) এক্ষুণি ট্রান্সলেট করতে চলে যান Google Translate যাওয়ার জন্য এখনে ক্লিক করুন।
এবার  কাজের কথা বলি কি ভাবে আপনি Google Translate দিয়ে বাংলা লিখবেন
প্রথমে Google Translate যান তারপর ভাষা সিলেক্টে from-এ সিলেক্ট করুন bengali, আর to - তে সিলেক্ট করুন English কাজ শেষ।আবার লেখা শুরু করুন।
যে ভাবে আমরা english alphabet দিয়ে বাংলা লিখি সেই ভাবে
লিখবেন আর স্পেস চাপুন, দেখবেন একের পর এক বাংলা হয়ে যাচ্ছে
যেমন আপনি লিখবেন " আমার সোনার বাংলা " এই ভাবে amar sonar bangla লিখবেন আর স্পেস চাপুন।
আবার "বিজ্ঞান"=biggan , স্বপ্ন= shopno এই ভাবে হবে।

আপনি যদি না জেনে থাকেন তাহলে আরো জানতে পারবেন

আ-কার =a
এ-কার =e
ও-কার=o
উ-কার=u
ঔ=কার=ou (যেমন:তৌহিদ = Touhid )
য-ফালা = যেমন অন্য = onno
উ=u ,w
ও=o
খ=kh
গ=g
ঘ=gh
চ=ch
ছ=ch
জ=j
ঝ=jh
ট=t
ঠ=th
ড=d
ঢ=dh
দ=d
ধ=dh
ফ=ফ,f
য়=y যেমন যায়= jay , বিয়ে= biye
শ=sh
স=s
যদি কখনো আপনার পছন্দ মত শব্দ না আসে তাহলে ঐ শব্দে backspace চেপে আপনার পছন্দ মত শব্দ সিলেক্ট করুন।আর এই সব লেখা সব ইউনি কোডে হয়  আপনি এখানে লিখে অন্য জায়গায় কপি পেস্ট করতে পারবেন।

No comments

Powered by Blogger.